রাজশাহী মঙ্গলবার, ৫ই আগস্ট ২০২৫, ২২শে শ্রাবণ ১৪৩২


করোনায় মৃত্যু ১, শনাক্ত ৮.৯২ শতাংশ


প্রকাশিত:
১৪ অক্টোবর ২০২২ ০৪:২৬

আপডেট:
৫ আগস্ট ২০২৫ ২১:০৩

সংগৃহিত

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৪৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮ দশমিক ৯২ শতাংশ।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ৩২৯ জন ঢাকা বিভাগের, ১৮ জন ময়মনসিংহ বিভাগের, ৩০ জন চট্টগ্রাম বিভাগের, ৪২ জন রাজশাহী বিভাগের, ২ জন রংপুর বিভাগের, ১৩ জন খুলনা বিভাগের, ১ জন বরিশাল বিভাগের ও ১০ জন সিলেট বিভাগের।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ৩১ হাজার ৪৫১ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৩৮৯ জন।

২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।

আরপি/ এসএইচ- ০৫



আপনার মূল্যবান মতামত দিন:

Top