রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২০শে শ্রাবণ ১৪৩২


শিক্ষার্থীদের আন্দোলনে আবারো অচল শাহ মখদুম মেডিকেল কলেজ


প্রকাশিত:
১৬ ফেব্রুয়ারি ২০২০ ০৩:৪৩

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ০৫:১৬

কলেজ কর্তৃপক্ষকে দেয়া তিন দিনের আল্টিমেটাম শেষে আজ শনিবার থেকে ফের শাহমুখদুম মেডিকেল কলেজের শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেছেন। সকাল ১১টার দিকে কলেজের প্রশাসন ভবনের সামনে শিক্ষার্থীরা জোটবদ্ধ হয়ে বিক্ষোভ শুরু করেন।

এসময় তারা তাদের ১৭ দফা দাবি সংবলিত ব্যানার ফেস্টুন ও প্লাকার্ড পরদর্শন করেন। তারা কলেজ কর্তৃপক্ষকে দ্রুত দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। দাবি না মানা পর্যন্ত তারা আন্দোলন থেকে সরে আসবেন না।

শিক্ষার্থীরা জানায়, বিএমডিসির অনুমোদন না থাকায় এই কলেজের শিক্ষার্থীরা এমবিবিএস পাশ করার পরেও ইন্টার্নশীপ করতে পারছেন না। আবার কলেজের হাসপাতালে পর্যাপ্ত রোগী না থাকায় প্রেক্টিসও করতে পারেন না শিক্ষার্থীরা। এছাড়াও নানা অব্যবস্থাপনায় জর্জরিত কলেজটিতে শিক্ষার্থীদের শিক্ষাজীবন পড়েছে হুমকিরমুখে।

 

আরপি/ডিজে



আপনার মূল্যবান মতামত দিন:

Top