করোনা: দেশে আরও ২রোগী শনাক্ত, আক্রান্তের সংখ্যা ১০
                                বাংলাদেশে নতুন করে আরো ২জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এ নিয়ে দেশে মোট ১০ জন করোনায় আক্রান্ত হলেন জানিয়েছেন আইইডিসিআর’র পরিচালক ডা.মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
আজ মঙ্গলবার দুপুরে মহাখালীতে নিয়মিত ব্রিফিংয়ে তিনি একথা জানান। বলেন, আক্রান্ত নতুন দুইজনের মধ্যে একজন ইতালি ফেরত এবং আরেকজন যুক্তরাষ্ট্র থেকে আসা একজনের সংস্পর্শে ছিল।
এসময় তিনি বলেন, কারো শরীরে কোন লক্ষন বা সন্দেহ হলে আইইডিসিআর বা হাসপাতালে সরাসরি না আসার পরামর্শ দেন তিনি। ব্রিফিং-এ গণমাধ্যমকে কোয়ারান্টাইন এলাকায় না যাওয়ার পরামর্শও দেন তিনি।
আরপি/ এমএএইচ
বিষয়: করোনা ভাইরাস ২রোগী আক্রান্ত

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: