রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২


কুষ্টিয়ায় করোনা সন্দেহে আইসোলেশনে ৭ মাসের শিশু


প্রকাশিত:
২৬ মার্চ ২০২০ ২২:১২

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ১৬:২৫

কুষ্টিয়ায় করোনা ভাইরাস সন্দেহে সাত মাসের এক শিশুকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. তাপস কুমার সরকার।

এর আগে, তথ্য গোপন করে সোমবার (২৩ মার্চ) ওই শিশুটিকে পরিবারের সদস্যরা জেনারেল হাসপাতালে ভর্তি করেন বলে অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের।

ডা. তাপস কুমার সরকার জানান, সোমবার জ্বর, ঠাণ্ডা, কাশিতে আক্রান্ত হয়ে এক শিশুকে হাসপাতালে নিয়ে আসে পরিবারের সদস্যরা। তাকে নিউমোনিয়ার চিকিৎসা দেয়া হচ্ছিল। বৃহস্পতিবার শিশুটির শারিরিক অবস্থার কোন উন্নতি কিংবা অবনতি হয়নি।

চিকিৎসকরা তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করেন। এসময় তার এক আত্মীয় জানান শিশুটির বাবা ৯ মার্চ সিঙ্গাপুর থেকে বাড়ি আসেন। তবে বাড়িতে আসার পরে তিনি যথা নিয়মে কোয়ারেন্টাইন মেনে চলেছেন। বর্তমানে ওই প্রবাসী সুস্থ রয়েছেন।

যেহেতু শিশুটির বাবা বিদেশফেরত এজন্য সন্দেহ করে শিশুটিকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। বিষয়টি আইইডিসিআরকে জানানো হয়েছে। তার নমুনা সংগ্রহ করা হবে।

 

আরপি/এমএএইচ

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top