রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২


‘কল্কি ভগবানের’ বাগানবাড়িতে ৪৪ কোটি রুপি ও ৮৮ কেজি সোনা!


প্রকাশিত:
২০ অক্টোবর ২০১৯ ২২:১৭

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ১২:৫৭

ছবি: সংগৃহীত

ভারতীয় আধ্যাত্মিক গুরু ‘কল্কি ভগবানের’ বাগানবাড়ি ও ট্রাস্টে অভিযান চালিয়ে নগদ ৪৪ কোটি রুপি ও ৮৮ কেজি সোনা উদ্ধার করেছে দেশটির আয়কর বিভাগ। এ ছাড়া অভিযানে ১৮ কোটি রুপি সমমূল্যের মার্কিন ডলারও জব্দ করা হয়। সব মিলিয়ে জব্দকৃত সম্পদের আর্থিক মূল্য প্রায় ৯৩ কোটি রুপি বলে জানিয়েছে আয়কর বিভাগ।


ওই আধ্যাত্মিক গুরুর চেন্নাই, হায়দরাবাদ, বেঙ্গালুরু ও অন্ধ্র প্রদেশের ডেরায় অভিযান চালায় আয়কর বিভাগের দল। এ সময় তার জ্ঞাত আয়বহির্ভূত ৫০০ কোটির বেশি রুপিরও সন্ধান পাওয়া গেছে। চীন, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুরসহ বিশ্বের বিভিন্ন দেশে তার কোম্পানি আছে বলেও জানা গেছে।

৭০ বছর বয়সী বিজয় কুমার ৯০-এর দশকে নিজেকে ভগবান বিষ্ণুর দশম অবতার কল্কি বলে দাবি করেন এবং তখন থেকেই কল্কি ভগবান নামে পরিচিত তিনি। এর আগে তিনি লাইফ ইনশিওরেন্স কর্পোরেশনের এক কেরানি ছিলেন। -টাইমস অব ইন্ডিয়া

 

আরপি/এমএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top