রাজশাহী সোমবার, ৫ই মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


আবারও বিশ্বসেরা ধনীর খেতাব অর্জন বিল গেটস‘র


প্রকাশিত:
২৬ অক্টোবর ২০১৯ ০৯:২১

আপডেট:
২৬ অক্টোবর ২০১৯ ০৯:২৫

বিল গেটস

আবারও পৃথিবীর সেরা ধনীর খেতাব নিজের করে নিয়েছেন উইলিয়াম হেনরী গেটস বা বিল গেটস। জেফ বেজোসকে টপকে এ খেতাব অর্জন করেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা।

এই মুহূর্তে বেজোসের মোট সম্পত্তির পরিমাণ ১০ হাজার ৩৯০ কোটি মার্কিন ডলার। অন্যদিকে বিল গেটসের মোট সম্পত্তির পরিমাণ ১০ হাজার ৫৭০ কোটি মার্কিন ডলার।

১৯৯৫ থেকে ২০১৭ পর্যন্ত একটানা ফোর্বসের তালিকায় শীর্ষস্থানটি ধরে রেখেছিলেন বিল গেটস। ২০১৮ সালে শীর্ষস্থান দখল করেন বেজোস।

সেসময় বেজোসের মোট সম্পত্তির পরিমাণ ছিল প্রায় ১৬ হাজার কোটি মার্কিন ডলার। এ বছর এপ্রিলে স্ত্রী ম্যাকেঞ্জির সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়ে যাওয়ায় তার স্ত্রীকে নিজের সংস্থার ৩৬০০ কোটি মার্কিন ডলারের শেয়ার ছেড়ে দিতে হয়েছে। 

 

আরপি/ এমএএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top