রাজশাহী সোমবার, ১৮ই আগস্ট ২০২৫, ৪ঠা ভাদ্র ১৪৩২


আফগানিস্তানে বিপজ্জনক কাজ করছেন যে নারী


প্রকাশিত:
১৬ আগস্ট ২০২১ ১৯:৩৫

আপডেট:
১৮ আগস্ট ২০২৫ ১৩:৪৬

এ মুহূর্তে আফগানিস্তানের সবচেয়ে বিপজ্জনক পেশা হচ্ছে সাংবাদিকতা। আর এ সাংবাদিক যদি একজন নারী হন, তা হলে তো ঝুঁকি আরও কয়েকগুণ বেশি।

এ অবস্থায় আফগানিস্তানের বর্ষসেরা সাংবাদিক নির্বাচিত হয়েছেন আনিসা শাহীদ। ফ্রি স্পিচ হাব তাকে এ পুরস্কারে ভূষিত করে। খবর বিবিসির।

তার মতো দেশটির অন্য নারীরাও মনে করেন যে, তালেবানরা ক্ষমতায় এলে তাদের কাজ ও পড়াশোনার স্বাধীনতা বন্ধ হয়ে যাবে।

কিন্তু আনিসা শাহীদ বলেন, আমি আমার কাজ চালিয়ে যাওয়ার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ এবং আশা করি একদিন সারা দেশ ঘুরে ঘুরে মানুষের জন্য ভালো ভালো খবর সংগ্রহ করব।

২০০১ সালের যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত আফগানিস্তানে বহু সাংবাদিক প্রাণ হারিয়েছেন। বহু নারী সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। কিন্তু আনিসা শাহীদ তাতে একটুও দমে যাননি।

তিনি বলেন, আফগানিস্তানের অনেক না বলা গল্প রয়েছে, আমাদের সেগুলো বলতে হবে। তালেবান শাসনের মধ্যেই বড় হয়েছেন আনিসা।

তিনি ভাবতে পারেননি স্কুলে গিয়ে পড়াশোনা করতে পারবেন। তালেবান ক্ষমতাচ্যুত হওয়ার পর কাবুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন আনিসা শহীদ।

এর পর দেশটির সবচেয়ে জনপ্রিয় গণমাধ্যমে যোগ দেন তিনি। ভয়কে জয় করে এভাবেই এগিয়ে যেতে চান আফগান সাহসী এ নারী সাংবাদিক।

 

 

আরপি / আইএইচ

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top