রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২


বঙ্গবন্ধুর নাতনি টিউলিপের গাড়িতে দুর্বৃত্তদের হামলা


প্রকাশিত:
৪ অক্টোবর ২০২১ ১৮:০৩

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ১০:২২

ছবি: সংগৃহীত

 

বঙ্গবন্ধুর নাতনি এবং ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের গাড়িতে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

বর্তমানে পুলিশ প্রহরায় নিরাপদে আছেন তিনি।

রোববার (৩ অক্টোবর) ব্রিটিশ গণমাধ্যমগুলোকে টিউলিপ জানান, এ ঘটনায় তিনি ভীত নন।

বৃহস্পতিবার সকালে লন্ডনে তার বাড়ির সামনে রাখা গাড়িতে ভাঙচুর চালানো হয়। গাড়ির ছাদে রাজনৈতিক বার্তা রেখে যায় হামলাকারীরা। অবশ্য তাতে কি লেখা ছিলো সেটি প্রকাশ করেন নি।

তবে ভেতরের কিছু চুরি না যাওয়ায় একে উদ্দেশ্য প্রণোদিত হামলা বলে মন্তব্য করেছেন টিউলিপ সিদ্দিক।

এর আগে ব্রাইটনে হওয়া লেবার পার্টির কনফারেন্স শেষে তিনি বাড়ি ফেরেন। ঘটনার পর হাউস অব কমন্সের স্পিকারসহ বিভিন্ন রাজনীতিবিদ এবং লেবার পার্টির শীর্ষ নেতারা তার খোঁজ-খবর নেন।

হামলার ঘটনায় উদ্বিগ্ন তার নির্বাচনী এলাকার জনগনও।

লন্ডনে জন্ম নেয়া এই পলিটিশিয়ান ১৬ বছর বয়সে লেবার পার্টির সদস্য হয়েযুক্ত হন ব্রিটিশ রাজনীতিতে। ২০১৫ সালে প্রথমবার হেম্পস্টেড এন্ড কিলবার্ন এলাকা থেকে ব্রিটিশ কংগ্রেসের এমপি নির্বাচিত হন টিউলিপ।

শেখ হাসিনার বোন শেখ রেহানা ও অধ্যাপক ড. শফিক সিদ্দিকী দম্পতির কন্যা টিউলিপ সিদ্দিকী। ৩৯ বছর বয়সী টিউলিপ বর্তমানে দুই সন্তানের জননী।

 

আর/ এমআই 



আপনার মূল্যবান মতামত দিন:

Top