রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২


শতাধিক দেশে ওমিক্রনের হানা


প্রকাশিত:
২২ ডিসেম্বর ২০২১ ২২:৫৪

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ১০:৩৪

ফাইল ছবি

সারাবিশ্বে ছড়িয়ে পড়তে শুরু করেছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। ফলে দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া ওমিক্রন ঝুঁকির কারণ হয়ে দাঁড়াচ্ছে। এখন পর্যন্ত ১০৬ দেশে ছড়িয়েছে করোনার নতুন এই স্ট্রেন। মঙ্গলবার এসব তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

সংস্থাটি বলছে, বিশ্বজুড়ে ডেলটার সংক্রমণ কমছে, বাড়ছে ওমিক্রনের সংক্রমণ। এক সপ্তাহের তথ্য বিশ্লেষণ করে বলা হয়েছে, গত সপ্তাহে ডেলটার সংক্রমণ ছিল ৯৯ দশমিক ২ শতাংশ। চলতি সপ্তাহে সেটা কমে হয়েছে ৯৬ শতাংশ। আর ওমিক্রনের সংক্রমণ গত সপ্তাহে ছিল ০.৪ শতাংশ। চলতি সপ্তাহে তা বেড়ে হয়েছে ১ দশমিক ৬ শতাংশ।

ডেলটার চেয়ে ওমিক্রনের সংক্রমণ বাড়ছে এবং এটি দ্রুত ছড়াচ্ছে। এছাড়া যাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা ভালো, তাদের মধ্যেও এর সংক্রমণ ছড়াচ্ছে বলে জানিয়েছে ডব্লিউএইচও।

 

 

আরপি/এসআর-০৭



আপনার মূল্যবান মতামত দিন:

Top