রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২


পুতিন-ম্যাক্রোঁর ফোনালাপ ফাঁস নিয়ে মুখ খুলল রাশিয়া


প্রকাশিত:
৭ জুলাই ২০২২ ০৪:১৫

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ১৮:০৩

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ফোনালাপ ফাঁস নিয়ে মুখ খুলেছে রাশিয়া।

এ ব্যাপারে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, ওই ফোনলাপ ‘কূটনৈতিক শিষ্টাচারের’ লঙ্ঘন।

ইউক্রেনে মস্কোর সামরিক অভিযানের কয়েক দিন আগে গোপনীয় ওই ফোনালাপের বিশদ বিবরণ জানিয়ে ফরাসি সম্প্রচারমাধ্যম ফ্রান্স টু একটি তথ্যচিত্রে প্রকাশ করে। এরপরই এ ব্যাপারে সরব হয় রাশিয়া। ইউক্রেনে অভিযানের মাত্র চারদিন আগে তাদের মধ্যে ফোনালাপ হয় বলে জানা গেছে।

এদিকে, রুশ বাহিনীর হামলায় ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে পাঁচ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২১ জন আহত হয়েছেন।

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে রাশিয়া। সে হিসেবে চার মাসের বেশি সময় ধরে চলছে এই যুদ্ধ।

শুরু থেকেই রাশিয়ার এই অভিযানের তীব্র বিরোধিতা জানিয়ে আসছে, যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ব্রিটেনসহ পশ্চিমা মিত্ররা।



আপনার মূল্যবান মতামত দিন:

Top