রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২


পরকীয়া প্রেম, স্বামীকে হত্যা করে মরদেহের ওপর এক মাস রান্না!


প্রকাশিত:
২৪ নভেম্বর ২০১৯ ০৬:৫৪

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ১৮:১৩

ছবি: সংগৃহীত

পরকীয়ার জেরে আইনজীবী স্বামীকে সন্দেহ করতে শুরু করেন স্ত্রী। আর সন্দেহ পাকাপোক্ত হতেই স্বামীকে হত্যার পরিকল্পনা করেন। অবশেষে হত্যা করেন। তবে স্ত্রীরও শেষ রক্ষা হয়নি।

জানা গেছে, পরিকল্পনার অংশ হিসেবেই হত্যার পর রান্নাঘরে স্ল্যাবের নিচে স্বামীর মরদেহ পুঁতে রাখেন স্ত্রী। তার ওপরই তৈরি করেন চুলা। সেই চুলায় রান্না চলে প্রায় এক মাস।

সম্প্রতি ভারতের মধ্যপ্রদেশের অনুপ্পুর জেলার রোমহর্ষক এ খুনের ঘটনা ঘটেছে। পুলিশের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এসব তথ্য। পরে মাটি খুঁড়ে স্বামীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। অভিযুক্ত স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় নিহতের স্ত্রী ছাড়া আর কেউ জড়িত কিনা, সে তথ্য জানতে জিজ্ঞাসাবাদ চলছে।
পুলিশ জানিয়েছে, প্রায় এক মাস আগে মহেশ বানওয়াল (৩৫) নামে এক ব্যক্তি নিখোঁজ হন। তিনি পেশায় আইনজীবী ছিলেন। বিষয়টি থানায় অভিযোগ করেন তার স্ত্রী প্রমিলা (৩২)।

তদন্তে কোন সূত্রই খুঁজে পায়নি পুলিশ। কিন্তু ২১ নভেম্বর ঘটনা মোড় নেয় অন্যদিকে। ওইদিন থানায় গিয়ে মহেশের দাদা জানান, নিখোঁজের ঘটনায় মহেশের স্ত্রীর হাত থাকতে পারে।

সূত্র: আনন্দবাজার



আপনার মূল্যবান মতামত দিন:

Top