রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২০শে শ্রাবণ ১৪৩২


আফগানিস্তানে তালেবানের হামলায় ৮ জনের মৃত্যু


প্রকাশিত:
২৫ নভেম্বর ২০১৯ ০৮:৩০

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ০৪:৪৮

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের নিরাপত্তা চৌকিতে তালেবানের হামলায় অন্তত ৮ সেনা সদসস্য নিহত হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে। রোববার (২৪ নভেম্বর) দেশটির সরকারি এক কর্মরর্তার বরাত দিয়ে এ তথ্য জানানো হয় । তালেবানের মুখপাত্র কারি ইউসূফ আহমাদিও এই হামলার দায় স্বীকার করেছেন।

ওই কর্মকর্তা দাবি করেন, এ হামলা সশস্ত্রগোষ্ঠী তালেবানের পক্ষ থেকে চালানো হয়েছে। হামলায় ৮ সেনা সদস্য নিহত হয়েছেন। প্রায় ঘণ্টাব্যাপী চলা বন্দুকযুদ্ধে আহত হয়েছেন আরও ৪ সেনা সদস্য।

দায়কুন্দি প্রদেশের গভর্নর আনওয়ার রাহমাতি বলেন, নিরাপত্তা চৌকিতে হামলায় নিহত হয়েছেন ৮ সেনাসদস্য। এরপর ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধে ৪ সেনা সদস্য আহত হয়েছেন। এর আগে প্রদেশটির খাজরানে তালেবানের বিরুদ্ধে অভিযান চালায় নিরাপত্তাবাহিনীর সদস্যরা। এসময় তালেবানের অন্তত ২০ জন যোদ্ধা নিহত হয়েছে।

অঘোষিতভাবে আফগানিস্তানের প্রায় অর্ধেকেরও বেশি এলাকার নিয়ন্ত্রণ রয়েছে সশস্ত্রগোষ্ঠী তালেবানের হাতে। তাদের নিয়ন্ত্রণের পরিধি বাড়াতে দেশের বিভিন্ন স্থানে সরকারি বাহিনী এবং কর্মকর্তাদের ওপর অব্যাহতভাবে হামলা চালিয়ে যাচ্ছে গোষ্ঠীটি।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top