রাজশাহী সোমবার, ৫ই মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


ক্লাসরুমের ভেতরেই ৬ বছরের শিশুকে ধর্ষণ শিক্ষকের


প্রকাশিত:
৫ ডিসেম্বর ২০১৯ ০২:১৬

আপডেট:
৫ ডিসেম্বর ২০১৯ ০২:২০

ছবি: প্রতীকী

সম্প্রতি শিক্ষকের বিরুদ্ধে ভারতের পশ্চিমবঙ্গে শৈলশহর দার্জিলিঙের একটি সরকারি স্কুলে ক্লাসরুমের ভেতরেই ৬ বছরে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ।

পুলিশ জানিয়েছে, অন্যান্য ছাত্রছাত্রীরা যখন ক্লাসরুমের বাইরে খেলছিল তখনই এমন ঘটনা ঘটেছে। অভিযুক্ত ৫১ বছর বয়সী শিক্ষক চন্দ্রমান খাওয়াসকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রোববার তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন শিশুটির মা।

তদন্তের পর পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার যখন অন্যান্য ছাত্রছাত্রীরা বাইরে খেলছিল তখনই ক্লাসরুমের ভেতরে ৬ বছরের শিশুটিকে ধর্ষণ করে তারই এক শিক্ষক। শিশুটি এই ঘটনা বাড়ি গিয়ে তার মাকে জানালে, তিনি প্রথমে তা বিশ্বাস করেননি।

পরে শিশুটিকে নিয়ে পুলিশের কাছে অভিযোগ জানান তিনি। পুলিশ জানিয়েছে, মেডিকেল পরীক্ষায় মেয়েটিকে ধর্ষণের বিষয়টি প্রমাণিত হয়েছে। এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়েছে।

 

 

আরপি/এমএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top