রাজশাহী রবিবার, ৪ঠা মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


পাঞ্জাবে সামরিক ঘাঁটিতে ভয়াবহ হামলা, নিহত ৪


প্রকাশিত:
১২ এপ্রিল ২০২৩ ১৯:২৮

আপডেট:
৪ মে ২০২৫ ২৩:৪৮

ছবি: সংগৃহীত

ভারতের পাঞ্জাব রাজ্যের বাথিন্দা সামরিক ঘাঁটিতে ভয়াবহ হামলা হয়েছে। এ সময় চার ভারতীয় সেনা মারা যায়। বুধবার ভোররাতে (ভোর ৪টা ৩০ মিনিট) ওই হামলা হয়।

দেশটির সেনাবাহিনীর সদর দফতরের পশ্চিম অঞ্চলীয় কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, ওই সামরিক ঘাঁটিতে দ্রুত জরুরি অভিযান চালানো হচ্ছে। ওই এলাকাটি ঘেরাও করে সিল করে দেওয়া হয়েছে এবং তল্লাশি অভিযান চলছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, হামলায় কমপক্ষে চারজন হতাহতের খবর পাওয়া গেছে।

বাথিন্দার এসএসপি গুলনিত খুরানা জানিয়েছেন, প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে কোনো সেনা জওয়ান গুলি চালিয়েছেন। তাতেই গুলিবিদ্ধ হয়েছেন বাকিরা।

এসএসপি খুরানা আরও বলেছেন যে এটি কোনো উগ্রবাদী হামলা নয়। ওই সামরিক ঘাঁটিতে কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেছে বলে মনে হচ্ছে। তবে এ বিষয়ে সেনাবাহিনী কোনো বিস্তারিত তথ্য দেয়নি।

সূত্র : দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস

 

 

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top