রাজশাহী মঙ্গলবার, ৫ই আগস্ট ২০২৫, ২২শে শ্রাবণ ১৪৩২


চীনে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১১১৩


প্রকাশিত:
১৩ ফেব্রুয়ারি ২০২০ ০৭:০৫

আপডেট:
৫ আগস্ট ২০২৫ ২১:১২

ছবি: সংগৃহীত

প্রাণঘাতী করোনা ভাইরাসে চীনে মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ১১৩ জনে দাঁড়িয়েছে। এতে আক্রান্ত হয়েছেন ৪৫ হাজার ১৭১ জন।

বুধবার (১২ ফেব্রুয়ারি) চীনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এসব তথ্য জানায় সিএনএন।

খবরে বলা হয়, এ ভাইরাসে অক্রান্ত হয়ে এখন পর্যন্ত শুধু চীনেই ১ হাজার ১১৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া হংকং ও ফিলিপাইনে ২ জনের মৃত্যু হয়েছে। এতে শুধু চীনে আক্রান্ত হয়েছে ৪৪ হাজার ৬৫৩ জন। চীনের বাইরে আক্রান্ত হয়েছেন আরও ৫১৮ জন। সবমিলিয়ে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৫ হাজার ১৭১ জন।

এদিকে করোনা ভাইরাসের আনুষ্ঠানিক নাম দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।

হু’র প্রধান তেদরোস আদহানম জানান, নতুন এ ভাইরাস এখন থেকে ঈঙঠওউ-১৯ নামে পরিচিত হবে। ভাইরাসটির নামের ঈঙ দিয়ে করোনা, ঠও দিয়ে ভাইরাস, উ দিয়ে ডিজিজ (রোগ) এবং ১৯ দিয়ে ২০১৯ সালকে নির্দেশ করা হয়েছে।

২০১৯ সালের শেষদিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। চীনের বাইরেও ২৫টির বেশি দেশে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে।

 

আরপি/ডিজে



আপনার মূল্যবান মতামত দিন:

Top