রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২


গাজায় রুটির কারখানায় আগুন, নিহত ৯, আহত ৬০


প্রকাশিত:
৬ মার্চ ২০২০ ১৮:১০

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ০৭:৫৪

ফিলিস্তিনের গাজায় একটি বেকারিতে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ৯জন নিহত হয়েছে। বৃহস্পতিবারের এই ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৬০ জন।

নিহতদের মধ্যে ছয়জনই শিশু ।এছাড়া আহতদের মধ্যে কমপক্ষে ১৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে  জানিয়েছেন ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানান, একটি বেকারির গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের সূত্রাপাত ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মধ্য গাজার নুজেইরাত ক্যাম্পের একটি বেকারি থেকে আগুন চারদিকে ছড়িয়ে পড়ার আগে সেখানে বিস্ফোরণের শব্দ শুনেছেন তারা।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বেকারিটির কাছে অবস্থিত একটি মোবাইল দোকানের মালিক ইশাক কুহেইল বলেন, এটা ছিল ভয়ঙ্কর। আমি কখনো এমন কিছু এর আগে দেখিনি।

এদিকে গাজা কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত এবং আহতদের সহয়তায় আর্থিক অনুদান দেয়ার ঘোষণা দিয়েছে।

 

আরপি/ এমএএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top