রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২০শে শ্রাবণ ১৪৩২


করোনা আক্রান্তে মারা গেলেন কঙ্গোর সাবেক প্রেসিডেন্ট ওপানগো


প্রকাশিত:
৩১ মার্চ ২০২০ ২১:৩৩

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ০১:৩২

ছবি:সংগৃহিত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন মধ্য-আফ্রিকার দেশ রিপাবলিক অব কঙ্গোর সাবেক প্রেসিডেন্ট জ্যাকস জোয়াকিম ইয়োমবি-ওপানগো। ফ্রান্সের রাজধানী প্যারিসে কঙ্গোর এই প্রেসিডেন্ট মারা গেছেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। ওপানগোর পরিবারের সদস্যরা বলেছেন, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার আগে থেকেই তিনি অসুস্থ ছিলেন। ১৯৭৭ সাল থেকে ১৯৭৯ সাল পর্যন্ত দেশটির নেতৃত্ব দেন তিনি।

১৯৭৯ সালে দেশটির বর্তমান প্রেসিডেন্ট ডেনিস স্যাসু এনগুয়েসু ওপানগোকে ক্ষমতাচ্যুত করেন।

১৯৯১ সালে দেশটিতে বহুদলীয় গণতান্ত্রিক শাসনব্যবস্থা চালু হয়। তার আগে বেশ কয়েক বছর কারাগারেই কাটাতে হয় ওপানগোকে। তবে ১৯৯৭ সালে দেশটিতে গৃহযুদ্ধ শুরু হওয়ার আগ পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।

গৃহযুদ্ধ শুরু হলে ফ্রান্সের রাজধানী প্যারিসে নির্বাসনে যান ওপানগো। সেখানেই কয়েকদিন আগে তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। চিকিৎসা নিলেও শেষ পর্যন্ত সুস্থ হয়ে ফেরা হলো না তার।

সূত্রঃ বিবিসি

 

আরপি/এমএএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top