রাজশাহী রবিবার, ৩রা আগস্ট ২০২৫, ২০শে শ্রাবণ ১৪৩২


ট্রেনে হচ্ছে আইসোলেশন ওয়ার্ড, ১৬৭ বছর পর বন্ধ ভারতের রেলওয়ে


প্রকাশিত:
৬ এপ্রিল ২০২০ ১৬:৫৪

আপডেট:
৩ আগস্ট ২০২৫ ২০:১৬

ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কভিড-১৯ করোনাভাইরাস মোকাবেলায় গত ২৫ মার্চ দেশব্যাপী লকডাউনের ঘোষণা দেন। এবার ভারতের রেলওয়ে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত যাত্রীবাহী ট্রেন বন্ধ ঘোষণা করেছে।

এশিয়ার সবচেয়ে পুরনো রেল নেটওয়ার্ক ১৬৭ বছরের পর প্রথমবারের মতো বন্ধ ঘোষণা করা হয়েছে। দেশটির রেলওয়ে নেটওয়ার্ক ২০ হাজার পুরোনো ট্রেনকে আইসোলেশন ওয়ার্ড করার সিদ্ধান্ত নিয়েছে।

ভারতের রেল নেটওয়ার্ক সারা বিশ্বে চতুর্থ বৃহত্তম এবং ভারতের সবচেয়ে বড় পরিসরে কর্মসংস্থানের ব্যবস্থা হয় এখানে। এরইমধ্যে তারা ১২৫টি হাসপাতাল পরিচালনা করছে, ক্রমাগতভাবে এর পরিসর বাড়াচ্ছে।

 

আরপি/এমএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top