রাজশাহী রবিবার, ৩রা আগস্ট ২০২৫, ২০শে শ্রাবণ ১৪৩২


করোনার কারণে জার্মানিতে অর্থনৈতিক মন্দা


প্রকাশিত:
১৬ মে ২০২০ ১৬:৩০

আপডেট:
৩ আগস্ট ২০২৫ ২০:০৪

ছবি: ডয়চে ভেলে

করোনাভাইরাস মহামারীর কারণে সৃষ্ট সংকটে অর্থনৈতিক মন্দায় পড়েছে ইউরোপের দেশ জার্মানি। দেশটির কেন্দ্রীয় পরিসংখ্যান সংস্থা ডেস্টাসিস জানিয়েছে, পরপর দুটি আর্থিক কোয়ার্টারে জিডিপি কমেছে। এর মাধ্যমে জার্মানি এখন মন্দার মধ্যে রয়েছে বলে ডয়চে ভেলের খবরে বলা হয়েছে।

ডেস্টাসিস বলছে, এ বছরের প্রথম কোয়ার্টারে (জানুয়ারি-মার্চ) জিডিপি কমেছে ২.২ শতাংশ। ২০০৮ সালের অর্থনৈতিক সংকটের পর এটিই সবচেয়ে খারাপ অবস্থা। বিশ্লেষকরা অবশ্য জিডিপি দুই শতাংশ কমতে পারে বলে আশা করছিলেন।

এছাড়া গতবছরের চতুর্থ কোয়ার্টার, অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বর সময়ে জিডিপি ০.১ শতাংশ কমেছে বলে জানিয়েছে ডেস্টাসিস। এর আগে ওই সময়ে শুন্য প্রবৃদ্ধি হয়েছিল বলে জানানো হয়েছিল৷

ডয়চে ভেলে জানিয়েছে, করোনার কারণে এ বছরের দ্বিতীয় কোয়ার্টারে জিডিপি আরও বেশি কমতে পারে বলে ধারনা করা হচ্ছে।

কারণ করোনা সংকট মোকাবেলায় মার্চের মাঝামাঝি থেকে মে মাসের প্রথম পর্যন্ত জার্মানিতে সবকিছুতে কড়াকড়ি আরোপ করা হয়েছিল৷ ফলে আর্থিক কর্মকাণ্ড ও উৎপাদন প্রক্রিয়া বন্ধ ছিল।
এই অবস্থায় কোনো কোনো অর্থনীতিবিদ দ্বিতীয় কোয়ার্টারে জিডিপি ১০ শতাংশ পর্যন্ত কমারও আশঙ্কা করছে।

 

আরপি/ এআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top