রাজশাহী শনিবার, ১০ই মে ২০২৫, ২৮শে বৈশাখ ১৪৩২


লেবাননে অবৈধভাবে ডলার ক্রয়-বিক্রয়, দুই বাংলাদেশি গ্রেফতার


প্রকাশিত:
২৯ মে ২০২০ ০৫:৩১

আপডেট:
১০ মে ২০২৫ ২৩:০১

ছবি: প্রতীকী

অবৈধপন্থায় ডলার ক্রয়-বিক্রি করায় লেবাননের দাওড়ার একটি মানি এক্সচেঞ্জের মালিক ও তার সহযোগীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেফতার দুইজনই বাংলাদেশি নাগরিক।শনিবার গোপন খবরের ভিত্তিতে তাদের ডলারসহ হাতেনাতে গ্রেফতার করা হয় বলে জানা গেছে।

পরে ওই মানি এক্সচেঞ্জের লাইসেন্স বাতিলসহ দোকানটি সিলগালা করে দেয়া হয়।জানা যায়, প্রবাসী বাংলাদেশিদের কাছে গ্রেফতার হওয়া দুজন চড়ামূল্যে ডলার বিক্রি করে আসছিল।গ্রেফতারকৃত দুই বাংলাদেশির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনাটি তিনিও জানতে পেরেছেন।তবে ঈদের ছুটি থাকায় লেবাননে জেনারেল সিকিউরিটি থেকে তাদের বৃত্তান্ত জানা যায়নি। বাংলাদেশি দুইজন এখন জেনারেল সিকিউরিটির জেল খানায় বন্দি রয়েছে।

 

 

আরপি / এমবি



আপনার মূল্যবান মতামত দিন:

Top