রাজশাহী শনিবার, ১০ই মে ২০২৫, ২৮শে বৈশাখ ১৪৩২


করোনাকে বউয়ের সঙ্গে তুলনা করে তোপের মুখে মন্ত্রী


প্রকাশিত:
২৯ মে ২০২০ ১৭:০৯

আপডেট:
৩০ মে ২০২০ ০৭:১৫

ছবি: সংগৃহীত

চীনের উহান থেকে প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বের ২০৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। বিশ্বব্যাপী এখন পর্যন্ত ৫৯ লাখ ৫ হাজার ৪১৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। অপরদিকে মারা গেছেন ৩ লাখ ৬২ হাজার ২৪ জন।

বিশ্বব্যাপী মহামারী করোনায় দিন দিন আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছেই। এদিকে, করোনাকে স্ত্রীর সঙ্গে তুলনা করে সমালোচনার মুখে পড়েছেন ইন্দোনেশিয়ার সুরক্ষা-মন্ত্রী মোহাম্মদ মাহফুদ।বুধবার ইউটিউবে পোস্ট করা একটি ভিডিওতে দেশটির এই মন্ত্রী বলেন, ‘করোনা হল স্ত্রীর মতো।

নিয়ন্ত্রণ করার চেষ্টায় থাকবেন। কিন্তু পারবেন না।’ভিডিওতে তিনি আরও বলেন, ‘এভাবে এক সময় আপনি তার সঙ্গে থাকা শিখে যাবেন।’এটি বক্তব্য শোনার পর দেশটির নারীবাদী সংগঠনগুলো প্রতিবাদ করেছে। কেউ কেউ তার পদত্যাগের দাবিও তুলেছেন!

দেশটির বেসরকারি সংস্থা উইমেন সলিডারিটির প্রধান নির্বাহী কর্মকর্তা দিন্দা নিসা ইয়ুরা বলেন, এ ধরনের মন্তব্য নারীর প্রতি সহিংসতাকে আরো স্বাভাবিক করে তুলবে।

ইন্দোনেশিয়ায় এ পর্যন্ত করোনায় ২৪ হাজার ৫৩৮ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১ হাজার ৪৯৬ জন। এছাড়াও সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৬ হাজার ২৪০ জন।

 

 

আরপি / এমবি



আপনার মূল্যবান মতামত দিন:

Top