রাজশাহী সোমবার, ৫ই মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


ইন্দোনেশিয়ায়

বিক্ষোভে-সরকারি ভবনে আগুনে নিহত ১৬


প্রকাশিত:
২৪ সেপ্টেম্বর ২০১৯ ২০:৩৯

আপডেট:
২৪ সেপ্টেম্বর ২০১৯ ২০:৪৪

ইন্দোনেশিয়ায় সরকারি ভবনে আগুনে

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় পাপুয়া প্রদেশে সরকারি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৬৫ জন।

সোমবার কয়েকশ বিক্ষোভকারী ওয়ামেনা শহরের একটি সরকারি ভবনসহ আরও বেশ কিছু ভবনে আগুন ধরিয়ে দেয়। ওই বিক্ষোভকারীদের অধিকাংশই স্থানীয় বিভিন্ন স্কুলের শিক্ষার্থী।

ভবনগুলোতে আগুন ধরে যাওয়ায় ভেতরেই আটকা পড়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। এক শিক্ষকের বর্ণবাদী মন্তব্যের পর থেকেই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। শিক্ষার্থীরা ওই শিক্ষকের এমন মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে।

গত আগস্টের কয়েক সপ্তাহ ধরেই বিক্ষোভের কারণে অস্থিরতা শুরু হয়। বিক্ষোভ দমনে টিয়ার ছুড়েছে পুলিশ। পাপুয়ার সেনাবাহিনীর মুখপাত্র ইকো দারিয়ানতো এএফপিকে বলেন, সোমবারের সহিংসতা থেকে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। তিনি বলেন, অনেক বেসামরিক আটকা পড়েছেন।

আরপি/এআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top