রাজশাহী রবিবার, ৪ঠা মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


সুস্বাদু ঝাল চিলি চিকেন রেসিপি


প্রকাশিত:
১০ জানুয়ারী ২০২১ ১৮:৪৭

আপডেট:
১০ জানুয়ারী ২০২১ ১৯:২৮

ছবি: সংগৃহীত

শীতের এই সময়ে চাই দারুণ মজার একদম নতুন স্বাদের রেসিপি। আজ আপনাদের জন্য ঝাল ঝাল চিলি চিকেন রান্নার পদ্ধতি।

উপকরণ-মুরগি ১কেজি (বোনলেস কিউব),চিলি ফ্লেক্স ১টেবিল চামচ,শিমলা মরিচ লাল ২টি, শিমলা মরিচ সবুজ ২টি, ক্যাপসিকাম ১/২টি, পেঁয়াজ ফালি ১কাপ, রসুন কিমা ১টেবিল চামচ, টমেটো পিউরি ১চা চামচ, পাপরিকা ১টেবিল চামচ, মরিচ গুঁড়া ১চা চামচ, আদা বাটা ১চা চামচ, পেঁয়াজ বাটা ১টেবিল চামচ, চিলি গার্লিক সস ২টেবিল চামচ, গরম মশলা গুঁড়া ১চা চামচ, কাচামরিচ ফালি ৩/৪টি, গোলমরিচ আধা ভাঙা ১চা চামচ, সরিষার তেল ৩টেবিল চামচ, তেল ৩টেবিল চামচ, চাট মশলা ১চা চামচ ও লবণ স্বাদমতো।

যেভাবে করবেন-মুরগির মাংস পেঁয়াজ বাটা, আদা বাটা, মরিচ গুঁড়া ও লবণ দিয়ে সেদ্ধ করে নিন।


এবার কড়াইতে তেল গরম করে পেঁয়াজ ও রসুন হালকা ভেজে মুরগি, টমেটো পিউরি, গরম মশলা গুঁড়া, মুরগি ও অন্য সব উপকরণ দিয়ে ভাজা ভাজা করুন।
তেল উঠে এলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন দারুণ মজার জিভে জল আনা চিলি চিকেন।

 

আরপি/টিএস-০৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top