রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২


নওগাঁয় গ্যাস বড়ি সেবনে গৃহবধূর আত্মহত্যা


প্রকাশিত:
৯ মার্চ ২০২১ ২২:৪৫

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ১২:৩৩

প্রতীকি ছবি

সোমবার (৮ মার্চ) বিকেলে নওগাঁর মহাদেবপুরে ছামেনা খাতুন (৪৮) নামে এক গৃহবধূ ছেলের উপর অভিমান করে ইঁদুর মারা কীটনাশক জাতীয় গ্যাস বড়ি সেবন করে আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার চেরাগপুর ইউনিয়নের রাবনা মধুপুর গ্রামের নজরুল ইসলামের স্ত্রী।

নিহতের পারিবারিক সূত্র জানায়, দুপুরে তার ছেলে কাজের সন্ধ্যানে ঢাকা যেতে চাইলে ছামেনা খাতুন যেতে নিষেধ করেন। এনিয়ে মা-ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে তিনি সকলের অগোচরে নিজের ঘরে গিয়ে গ্যাস বড়ি সেবন করেন। তার অবস্থার অবনতি ঘটলে জানতে পেরে পরিবারের লোকজন তাকে নওগাঁ সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

মহাদেবপুর থানার ওসি আজম উদ্দিন মাহমুদ জানান, পুলিশ রাতেই তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মঙ্গলবার সকালে ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে পাঠায়। এব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

 

 

আরপি/এসআর-০৫

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top