মান্দার তেঁতুলিয়ায় বঙ্গবন্ধুর জন্মদিন পালন

মান্দার তেঁতুলিয়া ইউনিয়নে নানা আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও শিশু দিবস পালিত হয়েছে। বুধবার সকালে তেঁতুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের আয়োজনে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে কেক কেটে অনুষ্ঠান শুরু করেন তারা।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গাজীপুর রহমান গাজীর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ চত্বর প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। র্যালী শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে পুষ্পস্তবক অর্পণ করেন ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মী। বঙ্গবন্ধুর আত্নার মাগফেরাত কামনা করে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
পরে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী নারায়ণ চন্দ্র’র সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা, সহ-সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন, চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আব্দুস সাত্তার মন্ডল, যুবলীগ সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আফাস উদ্দিন, ছাত্রলীগ নেতা, এসএম জীবন, শেখ রাজু, শেখ রেজাউল করিম, রাকিবুল ইসলামসহ সর্ব স্তরের নেতা-কর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন তারা।
আরপি / এমবি-১
আপনার মূল্যবান মতামত দিন: