মান্দায় কোচিংয়ে পড়ানোয় জরিমানা গুণলেন ৩ শিক্ষক
নওগাঁর মান্দায় একটি কোচিং সেন্টারে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়ানোর সময় বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তিনজনকে জরিমানা করা হয়।
শনিবার (৩ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার পরানপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হালিম।
মান্দা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হালিম বলেন, ‘অভিযোগের ভিত্তিতে গোপালপুর গ্রামের একটি বাড়িতে প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৭০ জন শিক্ষার্থীদের কোচিং করা অবস্থায় পাওয়া যায়। সরকারি নির্দেশনা অমান্য করে কোচিং পরিচালনা করা হচ্ছিল। তাৎক্ষণিক কোচিং বন্ধ করে দেয়া হয়। একই সঙ্গে তিন কোচিং শিক্ষককে জরিমানা করা হয়।
আরপি / এমবি-১
আপনার মূল্যবান মতামত দিন: