রাজশাহী মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২৪শে বৈশাখ ১৪৩২


সংক্রমণ ঠেকাতে মান্দা উপজেলা প্রশাসনের অভিযান


প্রকাশিত:
৪ এপ্রিল ২০২১ ০০:৪১

আপডেট:
৬ মে ২০২৫ ১৫:৩৪

ছবি: সংগৃহীত

নওগাঁর মান্দায় করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে এবং সকলকে মাস্ক পরিধান নিশ্চিত করতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (৩ এপ্রিল) বিকেলে উপজেলার ফেরীঘাট, প্রসাদপুর বাজার, পরানপুর বাজার সহ গুরুত্বপূর্ণ স্থানে মানুষের মাঝে করোনা সংক্রমণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়।

মান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল হালিম এ সময় সকলকে বাধ্যতামূলক মাস্ক পরিধানের অনুরোধ করেন এবং মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন। মাস্ক পরিধান না করায় কয়েকজনকে জরিমানা করা হয়। কয়েকটি পরিবহন বাসে সরকারী নির্দেশনা অমান্য করে নির্ধারিত আসনের অতিরিক্ত যাত্রী পরিবহন করায় এবং স্বাস্থ্যবিধি না মেনে চলায়  বাস ড্রাইভারকে মোবাইল কোর্টে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর কায়সার হাবীব, মান্দা থানার উপ-পরিদর্শক অর্জুন কুমারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল হালিম বলেন, জনস্বার্থে উপজেলা প্রশাসন, উপজেলায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। আসুন করোনা প্রতিরোধে সচেতন হই, সেই সাথে সরকারী নির্দেশনা মেনে চলতে সবাইকে নির্দেশ দেন।

আরপি/ এমবি-২



আপনার মূল্যবান মতামত দিন:

Top