মান্দায় জিআর মামলার আসামী আটক

নওগাঁর মান্দায় নুরুল ইসলাম ওরফে দবির নামে জিআর মামলার এক আসামীকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে তাকে আটক করে থানার এএসআই শাহ্জাহান। আটক নুরুল ইসলাম উপজেলার ভারশোঁ ইউনিয়নের শগুনিয়া গ্রামের লবর এর ছেলে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, বিভিন্ন মামলার গ্রেফতারী পরোয়াভুক্ত পলাতক আসামীদের ধরতে উপজেলা জুড়ে জোরালো অভিযান অব্যাহত রয়েছে। এই অভিযানের অংশ হিসেবে শনিবার সকালে তাকে আটক করা হয়। এরপর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
আরপি / এমবি-৩
আপনার মূল্যবান মতামত দিন: