রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২


রাণীনগরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ ক্যাম্প সমাপ্ত


প্রকাশিত:
২৯ মে ২০২১ ০৬:০৪

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ০৬:৫৪

ছবি: সনদপত্র বিতরন অনুষ্ঠান

“সুস্থ্য দেহে, সুন্দর মন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ও স্বাস্থ্যবিধি মেনে নওগাঁর রাণীনগরে বালকদের মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ ক্যাম্পের সমাপনি ও সনদপত্র বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় ও জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় এই ক্যাম্পের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে জেলা ক্রীড়া কর্মকর্তা আবু জাফর মাহমুদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো।

এছাড়াও উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা আশিষ কুমার ঘোষ, ক্রীড়া সংগঠক ও প্রশিক্ষক মার্শাল হারুনুর রশিদ প্রমুখ। গত মার্চ মাসের ২৭তারিখ থেকে এই ক্যাম্প শুরু হয়। ক্যাম্পে উপজেলার ৩০জন বালক প্রশিক্ষণার্থীরা অংশগ্রহণ করে।

 

 

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top