রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২০শে শ্রাবণ ১৪৩২


নওগাঁয় অতিরিক্ত খাজনা আদায়ের দায়ে ২০ হাজার টাকা জরিমানা


প্রকাশিত:
২০ জুন ২০২১ ২৩:৫০

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ০১:৫৮

ফাইল ছবি

নওগাঁর মহাদেবপুরে গরুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের দায়ে ফকরুল হক (৫৫) নামে এক ব্যক্তির মোবাইল কোর্টে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার বিকেলে উপজেলা সদরের গরুর হাটে এ জরিমানার আদেশ দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা খাতুন। ফকরুল উপজেলা সদরের মৃত মোকসেদ আলীর ছেলে এবং মহাদেবপুর হাটের ইজারাদার এমদাদুল হকের প্রতিনিধি।

সহকারী কমিশনার (ভূমি) আসমা খাতুন বলেন, হাটে অতিরিক্ত খাজনা আদায় করা হচ্ছে এমন অভিযোগের প্রেক্ষিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় অতিরিক্ত খাজনা আদায় এবং সরকারি মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সাধারণ মানুষদের স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শও দেন তিনি।

 

 

 

আরপি/এসআর-১৫



আপনার মূল্যবান মতামত দিন:

Top