রাজশাহী সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


পত্নীতলায় আরও ১১৭ গৃহহীন পরিবার পেল জমিসহ ঘর


প্রকাশিত:
২১ জুন ২০২১ ০৪:৩১

আপডেট:
৫ মে ২০২৫ ০৬:২০

ছবি: ঘরগুলোর ফোল্ডার হস্তানন্তর

নওগাঁর পত্নীতলায় ২য় পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ঘর পেলেন ১১৭টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। রোববার (২০জুন) প্রধানমন্ত্রীর শুভ উদ্বোধনের মাধ্যেমে ঘরগুলোর ফোল্ডার হস্তানন্তর করা হয়।

এসময় উপজেলা পরিষদ সভা কক্ষে নিবার্হী অফিসার মোঃ লিটন সরকার এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফ্ফার, সহাকারী কমিশনার (ভূমি) সানজিদা সুলতানা, ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাতিজাতুল কোবরা মুক্তা, থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ্ প্রমূখ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায় পত্নীতলা উপজেলায় ৩৬৫টি ‘‘ক” শ্রেণীর ভূমিহীন ও গৃহহীন ১ম পর্যায়ে ১১৪টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে এবং ২য় পর্যায়ে রবিবার ১১৭টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ফোল্ডার হস্তান্তরের মাধ্যমে পুনর্বাসন করা হয়।

২য় পর্যায়ে উপজেলায় পত্নীতলা ইউনিয়নে ২০টি নিরমইলে ১২টি, দিবরে ০৭টি, আকবরপুরে ৩০টি, কৃষ্ণপুরে ০১টি,পাটিচড়ায় ০৫টি এবং শিহাড়াতে ৪২টি সর্বমোট-১১৭টি ভূমি ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়। 

 

 

আরপি/এসআর-২৫



আপনার মূল্যবান মতামত দিন:

Top