রাজশাহী সোমবার, ৫ই মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


মহাদেবপুরে ৪০০গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১


প্রকাশিত:
২৬ জুন ২০২১ ০১:৫৬

আপডেট:
৫ মে ২০২৫ ০৪:০১

নওগাঁর মহাদেবপুরে ৪০০ গ্রাম হেরোইনসহ সোহেল রানা (৩১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব-৫)।

শুক্রবার সকালে উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সোহেল রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মাদারপুর গ্রামের চান্দু মিঞার ছেলে।

র‌্যাব-৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাইক্রোবাসের ভিতর লুকিয়ে রাখা হেরোইন উদ্ধার করে। এসময় মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ ৫১-৩৮১৯) তিনটি মোবাইলফোন, পাঁচটি সীমকার্ড, মেমোরি, ৮০ কেজি আম, গাড়ির কাগজপত্রসহ নগদ আট হাজার টাকা জব্দ করা হয়। পরে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। থানায় মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দিন মাহমুদ।

আরপি/ এসআই



আপনার মূল্যবান মতামত দিন:

Top