রাজশাহী সোমবার, ৫ই মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


পত্নীতলায় লকডাউনের পঞ্চম দিনেও অভিযান অব্যাহত


প্রকাশিত:
৬ জুলাই ২০২১ ০৫:৫৩

আপডেট:
৫ মে ২০২৫ ০৫:০৯

ছবি: রাজশাহী পোস্ট

নওগাঁর পত্নীতলায় করোনা ভাইরাস রোধে চলমান কঠোর লকডাউনের পঞ্চম দিনেও অভিযান অব্যাহত আছে। সোমবার সকাল থেকে রাত পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন সরকার এবং সহকারী কমিশনার (ভূমি) সানজিদা সুলতানা উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশ, বিজিবি,আনসার ও সেচ্ছাসেবী কমিটির সদস্যদের সাথে নিয়ে পৃথক পৃথক অভিযান পরিচালনা করেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. লিটন সরকার সরকারী নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখা ও বিনা প্রয়োজনে বাহিরে ঘুরাফেরার দ্বায়ে ৭ টি মামলায় ৬ হাজার ৬ শত টাকা জরিমানা আদায় করেন। তিনি সকলকে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানান। 

 

 

আরপি/এসআর-১৯



আপনার মূল্যবান মতামত দিন:

Top