রাজশাহী শনিবার, ৯ই আগস্ট ২০২৫, ২৬শে শ্রাবণ ১৪৩২


মহাদেবপুরে পুকুরে ডুবে মদ্যপ ব্যক্তির মৃত্যু


প্রকাশিত:
১১ জুলাই ২০২১ ০৫:৪২

আপডেট:
৯ আগস্ট ২০২৫ ১০:৪৫

ছবি: প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুর উপজেলায় অতিরিক্ত মদপান করে পুকুরে ডুবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০ টায় উপজেলার এনায়েতপুর ইউনিয়নের রোদইল আদিবাসীপাড়া এলাকার একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মারা যাওয়া ওই ব্যক্তির নাম পরেশ উড়াও (৫০)। তিনি রোদইল গ্রামের মৃত সুরমা উড়াও এর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনই তিনি চোলাই মদপান করতেন। গত শুক্রবার দিবাগত রাতে মাতাল অবস্থায় রোদইল গ্রামের জনৈক আব্দুল জলিলের বাড়ি সংলগ্ন একটি পুকুরের পানিতে পড়ে ডুবে যায় সুরমা। পরদিন সকালে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, অপমৃত্যু (ইউডি) মামলা রেকর্ড করে লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

আরপি/ এস



আপনার মূল্যবান মতামত দিন:

Top