ধামইরহাটে শেখ কামালের জন্মদিন পালিত

নওগাঁর ধামইরহাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল ১১টায় ধামইরহাট উপজেলা আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এসময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. দেলদার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক সরকার, ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবু ইউসুফ মো. বদিউজ্জামান, ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ান হোসাইন, সাধরণ সম্পাদক আহসান হাবীব পান্নুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা প্রমুখ উপস্থিত ছিলেন।
আরপি/এসআর-১২
আপনার মূল্যবান মতামত দিন: