ধামইরহাটে গলায় ফাঁশ দিয়ে যুবকের আত্মহত্যা
                                নওগাঁর ধামইরহাটে গলায় ফাঁশ দিয়ে হামিদুল ইসলাম (৩৭) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। সে উপজেলার আলমপুর ইউনিয়নের বীরগ্রাম পশ্চিম পাড়ার বাসিন্দা ছিলেন পিতা মো. আবদুল হারুনের ছেলে।
জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৬টায় ঘুম থেকে ওঠেন হামিদুল ইসলাম। পরে বাইরে থেকে হাত মুখ পরিস্কার করে আবারো ঘরে আসেন সে। এমন সময়ে সকলের দৃষ্টিকে আড়াল করে নিজ ঘরের বারান্দায় গলায় ফাঁশ দিয়ে আত্মহত্যা করেন সে। সে শারীরিকভাবে প্রতিবন্ধী ছিলেন বলেও জানা গেছে। নিহত হামিদুল ইসলাম এক ছেলে ও এক মেয়ে সন্তানের জনক ছিলেন।
এবিষয়ে ধামইরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুল গনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
আরপি/এসআর-০৩

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: