রাজশাহী মঙ্গলবার, ৫ই আগস্ট ২০২৫, ২২শে শ্রাবণ ১৪৩২


ধামইরহাটে চিরকুট লিখে মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা


প্রকাশিত:
২১ আগস্ট ২০২১ ১৪:২৫

আপডেট:
৫ আগস্ট ২০২৫ ২১:০৯

প্রতীকী ছবি

‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, পারলে তোমরা আমাকে সকলেই মাফ করে দিও’ এভাবেই চিরকুট লিখে নওগাঁর ধামইরহাটে গলায় ফাঁস দিয়ে মো. আলম (১৭) নামের এক মাদ্রাসা ছাত্র আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার ( ১৯ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার জাহানপুর ইউনিয়নের শল্পি কলোনি পড়া নামক এলাকায় এই ঘটনাটি ঘটেছে। সে ওই এলাকার আব্দুস সালামের ছেলে এবং রূপনারায়ণপুর কোকিল সম্মিলিত আলিম মাদ্রাসার দশম শ্রেনীর ছাত্র।

স্থানীয়রা জানান, ওইদিন রাতের খাবার খেয়ে ছোটভাই কে নিয়ে নিজ ঘরে শুয়ে পরেন মো. আলম। পরে নিজ ঘরের তালার তীর (বড়ঙ্গা)র সহিত রশ্মি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সে। শুক্রবার বিকালে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। এর আগেও সে বেশ কয়েকবার আত্মহত্যা করার চেষ্টা করেছিলে বলেও জানান এলাকাবাসী।

ধামইরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল গণি জানান, খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

 

 

আরপি/এসআর-০২



আপনার মূল্যবান মতামত দিন:

Top