রাজশাহী শুক্রবার, ২৫শে জুলাই ২০২৫, ১১ই শ্রাবণ ১৪৩২


রাণীনগরে ইয়াবা-হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক


প্রকাশিত:
২১ আগস্ট ২০২১ ২০:৪২

আপডেট:
২১ আগস্ট ২০২১ ২০:৫৬

ছবি: আটককৃত আসামী

ছবি: আটককৃত আসামী

নওগাঁর রাণীনগর থানা পুলিশ অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবা, ২ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির টাকাসহ শহিদুল ইসলাম (৫৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। শুক্রবার রাতে উপজেলার চককুতুব এলাকা থেকে তাকে আটক করা হয়। শহিদুল ইসলাম উপজেলার চককুতুব গ্রামের গিয়াস উদ্দীনের ছেলে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ আকন্দ জানান, উপজেলার চককুতুব এলাকায় মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ শুক্রবার রাত আনুমানিক ৯টায় অভিযান পরিচালনা করে। এসময় শহিদুল ইসলামকে আটক করা হয়।

আটককালে তার নিকট থেকে ৮০ পিস ইয়াবা, ২ গ্রাম হেরোইন এবং মাদক বিক্রির ৪৭০ টাকা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে রাতেই মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে। আটক শহিদুলের বিরুদ্ধে রাণীনগর থানায় আরো তিনটি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

 

 

 

আরপি/এসআর-১১



আপনার মূল্যবান মতামত দিন:

Top