রাজশাহী সোমবার, ৫ই মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


রাণীনগরে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচী


প্রকাশিত:
৩ সেপ্টেম্বর ২০২১ ০০:১২

আপডেট:
৩ সেপ্টেম্বর ২০২১ ০০:২২

ছবি: সচেতনতামূলক কর্মসূচী

নওগাঁর রাণীনগরে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচী পালন করা হয়েছে। ‘রাখিব চারপাশ পরিস্কার,করিব ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিকার’ এই শ্লোগানকে সামনে রেখে আঁধারে আলো মানবতার সংগঠন রাণীনগর শাখার উদ্যোগে কর্মসূচী পালন করা হয়।

বুধবার উপজেলা সদরের বিভিন্ন স্থানে সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং বিভিন্ন জায়গার আর্বজনা পরিস্কার করা হয়। কর্মসূচী চলাকালে রেল ষ্টেশন এলাকা থেকে প্রায় ৬/৭ হাজার প্লাস্টিকের বিভিন্ন ধরনের পরিত্যক্ত পাত্র পরিস্কার করা হয়।

এসময় সংগঠনের উপদেষ্টা রেজাউল করিম, সভাপতি রায়হানুল ইসলাম রাইহান, সম্পাদক সাজু হোসেন, প্রচার সম্পাদক হুমায়ন কবীরসহ সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। সম্পাদক সাজু জানান, এ কর্মসূচী অব্যাহত থাকবে।

 

 

আরপি/এসআর-১৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top