রাজশাহী সোমবার, ৫ই মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


রাণীনগরে মাদক মামলার পলাতক আসামী গ্রেফতার


প্রকাশিত:
৩ সেপ্টেম্বর ২০২১ ২২:৫৩

আপডেট:
৫ মে ২০২৫ ০০:৪৯

ফাইল ছবি

নওগাঁর রাণীনগরে মাদক মামলার পলাতক আসামী আবু বক্কর সিদ্দিক ওরফে খাটো বাবু (৪৭) কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার আবাদপুকুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। বাবু উপজেলার বিষঘড়িয়া গ্রামের সাহাদ আলীর ছেলে।

থানা পুলিশ জানায়, একটি মাদক মামলার গ্রেফতারী পরোয়ানার পর থেকে পলাতক ছিল বাবু। শুক্রবার সকালে আবাদপুকুর বাজারে ঘোরা ফেরা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে একডালা অস্থায়ী পুলিশ ক্যাম্প ইনচার্জ এএসআই জহুরুল ইসলাম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ জানান, বাবুর বিরুদ্ধে ৫টি মাদক মামলা রয়েছে। তাকে শুক্রবারই আতদালতে প্রেরণ করা হয়েছে।

 

 

আরপি/এসআর-১৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top