রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২


নওগাঁয় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা


প্রকাশিত:
১২ সেপ্টেম্বর ২০২১ ০৫:৩৫

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ১৫:২৮

প্রতীকী ছবি

নওগাঁয় গলায় ফাঁস দিয়ে আফরোজা নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার খাগড়া গ্রামের পুকুরপাড় নামক স্থান থেকে ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত আফরোজা ফতেপুর পৃর্বপাড়া গ্রামের সজীব হোসেন এর স্ত্রী।

নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জুয়েল বলেন, সকালে গলায় ফাঁস দিয়ে আফরোজা নামে এক গৃহবধূর আত্মহত্যার খবর পাওয়া যায়। এরপর ৮ টার দিকে নিজ ঘড়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

ওসি আরও বলেন, আত্মহত্যার বিষয়টি রহস্যজনক। তবে কখন আত্মহত্যা করেছে তা জানা যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

 

আরপি/এসআর-২৬



আপনার মূল্যবান মতামত দিন:

Top