রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২


সাপাহারে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ


প্রকাশিত:
১৫ সেপ্টেম্বর ২০২১ ০৫:৩৩

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ১২:১৮

ছবি: কৃষি উপকরণ বিতরণ

নওগাঁর সাপাহারে কৃষকদের মাঝে বিনামূল্যে পেঁয়াজ বীজ, রাসায়নিক সার ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ প্রশিক্ষণ হল রুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২১-২০২২ অর্থ বছরে গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষি পূর্ণবাসন কর্মসূচির আওতায় ৫০ জন কৃষককে ১কেজি বীজ, ২০ কেজি ডিএপি সার, ২ড় কেজি করে এমওপি সার, সুতলি, পলিথিন এবং প্রত্যেক কৃষকের মাঝে মোবাইল একাউন্টের মাধ্যমে ২ হাজার ৮ শত টাকা বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন'র সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল।

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মুজিবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনিরুজ্জামান (টকি), শামসুন্নাহার সহ অন্যান্য সহকারি কৃষি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

 

আরপি/এসআর-১১



আপনার মূল্যবান মতামত দিন:

Top