রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২


আত্রাইয়ে আমবাগান থেকে লাশ উদ্ধার


প্রকাশিত:
১১ অক্টোবর ২০২১ ০৩:০৩

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ১২:৪৫

প্রতীকী ছবি

নওগাঁর আত্রাইয়ে আশরাফ আলী (৪৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে আত্রাই থানা পুলিশ। রোববার বেলা এগারো টায় পাঁচুপুর ইউনিয়নের মধ্যে বোয়ালিয়া গ্রামের একটি আমবাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।

আশরাফ আলী ওই গ্রামের মৃত জাবেদ আলী মন্ডলের পুত্র।

আত্রাই থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়,গত শনিবার দুপুরে নিজ বাড়িতে খাবার খেয়ে আশরাফ আলী বাড়ি থেকে বের হয়ে যায়।

রাতে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে রোববার (১০অক্টোবর) সকালে আনুমানিক বেলা এগারো টার দিকে স্থানীয়রা ওই আম বাগানে আশরাফ আলীর লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন।

খবর পেয়ে আত্রাই থানা পুলিশ ঘটনারস্থল থেকে আশরাফ আলীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

 

আরপি/ এমএএইচ-১১



আপনার মূল্যবান মতামত দিন:

Top