রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২


রাণীনগরে পৃথক অভিযানে গ্রেফতার দুই


প্রকাশিত:
১৪ অক্টোবর ২০২১ ২১:৫০

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ০৬:৫৪

ছবি: গ্রেফতারকৃত আসামীরা

নওগাঁর রাণীনগর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে মিঠু প্রামানিক (৩০) ও আব্দুল জলিল (৩৫) নামে দুই জনকে গ্রেফতার করেছে। এসময় মিঠুর নিকট থেকে প্রায় ৮ হাজার টাকা মুল্যের ৮ পুড়িয়া হেরোইন উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত দুইজনকে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

রাণীনগর থানার ওসি মো: শাহিন আকন্দ জানান, বুধবার রাতে পুলিশের টহল চলাকালে একডালা অস্থায়ী পুলিশ ক্যাম্প ইনচার্জ এএসআই জহুরুল ইসলাম উপজেলার আবাদপুকুর বাজার এলাকায় সন্দেহ জনকভাবে মিঠু প্রামানিককে তল্লাশী করে। এসময় তার নিকট থেকে প্রায় ৮ হাজার টাকা মূল্যের ৮ পুড়িয়া হেরোইন উদ্ধারসহ তাকে গ্রেফতার করে।

মিঠু উপজেলার ভেটি গ্রামের বুলু প্রামানিকের ছেলে। তার বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে। রাতেই তার বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়েছে। এছাড়া একই রাতে উপজেলার সিংড়া ডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে নিয়মিত মামলার আসামী আব্দুল জলিল (৫০) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জলিল ওই গ্রামের মৃত এরশাদ সাকিদারের ছেলে।

 

 

 

আরপি/এসআর-০৮



আপনার মূল্যবান মতামত দিন:

Top