রাজশাহী সোমবার, ৫ই মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


আটচালার ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


প্রকাশিত:
২৮ অক্টোবর ২০২১ ০৮:০৬

আপডেট:
২৮ অক্টোবর ২০২১ ০৮:০৯

ছবি: আলোচনা সভা

সাহিত্য সংস্কৃতির আঁতুড়ঘর খ্যাত সংগঠন আটচালা'র ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কবিতা সন্ধ্যা ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় শহরের রুবীর মোড় পঞ্চভাই এর রেষ্টুরেন্টের কনফারেন্স রুমে অনুষ্ঠানটির আযোজন করা হয়।

এ কবিতা সন্ধ্যায় ১০ জন কবি স্বরচিত কবিতা পাঠ করেন। স্বরচিত কবিতা সন্ধ্যায় অংশগ্রহণকারী কবিরা হলেন- শাহীন খন্দকার, রফিক বকুল, অনিন্দ্য তুহিন, এস এইচ নীর, খান মুহাম্মদ নৌফেল, হোসাইন নাসিরসহ প্রমুখ।

কবিতা সন্ধ্যার আগে নওগাঁ সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক লেখক ও সংবাদিক আশরাফুল নয়ন সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ সরকারি কলেজের বাংলা বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ শামসুল আলম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক কবি অনিন্দ্য তুহিন, অর্থ সম্পাদক গল্পকার হাবিব রতন, কবি এস এইচ নীর প্রমূখ। পরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর সমাপ্তি ঘোষনা করা হয়।

 

আরপি/এসআর-১৬



আপনার মূল্যবান মতামত দিন:

Top