রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২


মান্দায় এসএসসি পরীক্ষার প্রস্তুতিমূলক সভা


প্রকাশিত:
৮ নভেম্বর ২০২১ ০৬:৫২

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ০৭:৪০

ছবি: প্রতিনিধি

নওগাঁর মান্দায় ২০২১ সালের এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা সষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত করার জন্য প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বাক্কার সিদ্দিকের এর সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বিজয় কুমার রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ্ আলম সেখ, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা শরীফ আহমেদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।


শেষে উপজেলার ১২টি পরীক্ষা কেন্দ্রে থার্মস্ক্যানার ও অক্সিমিটার প্রদান করা হয়।

 

আরপি/ এমএএইচ-১৪

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top