রাজশাহী মঙ্গলবার, ৫ই আগস্ট ২০২৫, ২২শে শ্রাবণ ১৪৩২


নৌকা প্রার্থী আবু বক্করের মোটরসাইকেল শোডাউন


প্রকাশিত:
১৪ নভেম্বর ২০২১ ০৬:৫১

আপডেট:
৫ আগস্ট ২০২৫ ২১:০৩

ছবি: প্রতিনিধি

নওগাঁর মান্দায় নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবু বক্কর সিদ্দিক নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে মোটরসাইকেল শোডাউন করেছেন।

শনিবার বিকেলে উপজেলার গোটগাড়ী বাজারের ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে মোটরসাইকেল শোডাউন বের করে তার নির্বাচনী এলাকায় শোডাউন করেন।

আবু বক্কর সিদ্দিক উপজেলার ৭ নং প্রসাদপুর ইউপির সরকার দলীয় নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থী।

চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী প্রচারণায় প্রায় ২শতাধিক মোটরসাইকেল শোডাউনে অংশগ্রহণ করেন। এসময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, ওয়ার্ড সভাপতি, সাধারণ সম্পাদকসহ ইউনিয়নের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

আরপি/ এমএএইচ-০৬



আপনার মূল্যবান মতামত দিন:

Top