মহাদেবপুরে বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা
                                শহীদ বুদ্ধিজীবী দিবস, মহান বিজয় দিবস, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষের শপথ অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে নওগাঁর মহাদেবপুরে প্রস্তুতি সভা করা হয়েছে।
সোমবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান মিলনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, ভাইস চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা বুদু, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুন চন্দ্র রায়, থানার অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদ, উপজেলা প্রকৌশলী সুমন মাহমুদ প্রমুখ।
আরপি/এসআর-০৮

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: