রাজশাহী বৃহঃস্পতিবার, ৭ই আগস্ট ২০২৫, ২৪শে শ্রাবণ ১৪৩২


মহাদেবপুরে বেকার প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট প্রদান


প্রকাশিত:
১৬ ডিসেম্বর ২০২১ ০৫:৩১

আপডেট:
৭ আগস্ট ২০২৫ ১১:৩৬

ছবি: প্রতিনিধি

“হাতে কলমে কাজ শিখি, বেকারত্ব দূর করি” এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর মহাদেবপুরে সিসিডিবির উদ্যোগে বেকার যুব ও যুব মহিলাদের মাঝে প্রশিক্ষনত্তোর সার্টিফিকেট প্রদান করা হয়েছে।

বুধবার সকালে উপজেলা কেন্দ্রীয় পাঠাগার হলরুমে উক্ত সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বেসরকারি সংস্থা সিসিডিবি মান্দার বাস্তবায়নে অর্থায়ন করে আইসিসিও।

ফ্রীজ, টিভি, মোবাইল, মটরসাইকেল সার্ভিসিং, ইলেকট্রনিক, দর্জি, ব্লক বাটিকসহ বিভিন্ন ট্রেডে ৫০ জন বেকার যুবক ও যুব মহিলাকে ৪ মাস ব্যাপী প্রশিক্ষন শেষে এ সার্টিফিকেট প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে মহাদেবপুর প্রেসক্লাবের সহ সভাপতি সাংবাদিক লিয়াকত আলী বাবলু উপস্থিত থেকে সার্টিফিকেট প্রদান করেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিসিডিবি মান্দার প্রজেক্ট ম্যানেজার নুসরাত জাহান ও মাঠ সংগঠক সুদিপ্ত বিশ্বাস প্রমুখ।

 

আরপি/ এমএএইচ-১৫



আপনার মূল্যবান মতামত দিন:

Top