রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২


নদীতে ডুবে যাওয়া শিশুর লাশ উদ্ধার


প্রকাশিত:
১১ সেপ্টেম্বর ২০২২ ০৪:৩৪

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ১২:৫৩

সংগৃহিত

নওগাঁর মান্দায় সাঈদ হোসেন (৭) নামে এক নিখোঁজ শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত শিশু নওগাঁ সদর উপজেলার ভীমপুর দক্ষিণ আন্ধারকোটা গ্রামের মঞ্জুরুল হোসেনের ছেলে।

শনিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় আত্রাই নদী থেকে তার লাশ উদ্ধার করে ডুবুরি দল।

স্থানীয়রা জানান, মান্দা উপজেলার চকবালু গ্রামে মায়ের সাথে নানার বাড়িতে বেড়াতে এসেছিল শিশু সাঈদ হোসেন। গতকাল শনিবার দুপুরে আত্রাই নদীর পাড়ে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশু সাঈদ নিখোঁজ হয়। পরে রাজশাহীর একটি ডুবরিদল সন্ধ্যায় আত্রাই নদীতে তল্লাশী চালিয়ে লাশটি উদ্ধার করে।

স্থানীয় ইউপি সদস্য বলেন, খেলতে গিয়ে সাঈদ নদীর পানিতে ডুবে গিয়েছিল। অনেক খোঁজাখুঁজির পর তার লাশ নদী থেকে উদ্ধার করা হয়েছে।

এ ব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, আমরা খবর পেয়ে নদী থেকে শিশু সাঈদের লাশ উদ্ধার করা হয়েছে। পরে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

আরপি/ এসএইচ ০৭



আপনার মূল্যবান মতামত দিন:

Top